Preserving Culture & Heritage through Digital Innovation: A scientific and community-led initiative to document, conserve, and digitize the endangered history of the Santal community.
দক্ষিণ এশিয়ার প্রাচীন আদিবাসী জনগোষ্ঠীর অন্যতম সাঁওতালরা দীর্ঘদিন ধরে বাংলাদেশে সমতল অঞ্চলে বসবাস করছে। কৃষি, ঋতুচক্র ও জমির সঙ্গে তাদের সম্পর্ক ঐতিহাসিকভাবে গভীর।
কুলি (ক্লান) ব্যবস্থা, গ্রাম পরিষদ, মানঝি–পারগানার নেতৃত্ব এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সমাজ গড়ে উঠেছে।
তামাক, মাদলসহ ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র; নৃত্য, উৎসব, কারুশিল্প; হাতে লেখা গানবই তাদের সংস্কৃতিকে পরিচিত করে।
প্রথাগত ধর্মে প্রকৃতি, পূর্বপুরুষ ও পবিত্র বনের ভূমিকা গুরুত্বপূর্ণ। পরবর্তীতে অনেকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করায় দ্বৈত ধর্মীয় চর্চা দেখা যায়।
গ্রাম নেতৃত্ব, ভূমি–অধিকার, পরিচয় রক্ষা, শিক্ষা ও সাংস্কৃতিক স্বীকৃতি নিয়ে সক্রিয় ভূমিকা পালন করে।